Friday, 25 April 2025

রামুতে অবৈধ পন্থায় বালি ও মাটির কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান: ড্রেজার জব্দ ও জরিমানা

 


রামুতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৬ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আজ দিনব্যাপী অভিযান পরিচালিত হয় ঈদগড়, গর্জনিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে।

উপজেলা সদর থেকে এসব এলাকা দূরবর্তী হওয়ায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারী চক্রগুলো প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে প্রশাসনের সক্রিয় তৎপরতায় আজকের অভিযানে..

৩নং ওয়ার্ডের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়া এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এছাড়া ৭নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে একটি ডাম্পার ট্রাক জব্দ করে সেটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

থোয়াঙ্গাকাটা স্টেশনের পাশ থেকে ৬,০০০ ঘনফুট অবৈধ বালি জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকায় স্পট নিলামে বিক্রয় করা হয়।

এছাড়া ব্যক্তিগত খতিয়ানের জমি থেকে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে একটি এক্সকাভেটর মেশিনের ২টি ব্যাটারি জব্দ করা হয়।

কাউয়ারখোপ ইউনিয়নে ব্যক্তিগত খতিয়ানের জায়গা থেকে মাটি কাটার কাজ বন্ধ করা হয় এবং আরেকটি এক্সকাভেটরের ২টি ব্যাটারি জব্দ


এসিল্যান্ড জানান, “মা, মাটি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জনগণকেও সচেতন হতে হবে। যে যেখানে আছেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখুন। সবাই মিলে এগিয়ে এলে আমরা পারবো আমাদের প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।”


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: